শাবি প্রতিনিধি
আপডেট: ১৭:৪৫, ১০ জুন ২০২১
শাবি ক্যাম্পাসে সঞ্চালনের বৃক্ষরোপণ কর্মসূচি

'বিশ্ব পরিবেশ দিবস- ২০২১' এর 'মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি' প্রতিপাদ্যকে ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালন'।
বৃহস্পতিবার ( ১০ জুন) বিকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, বৃহস্পতিবার (১০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের 'ডি' বিল্ডিংয়ের সামনে একটি অর্জুন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া, 'এ' বিল্ডিং ও লাইব্রেরি ভবনের আশেপাশে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধক ফুল, ফল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করেন তারা।
সংগঠনটির সভাপতি সভাপতি মোঃ ইমনের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সঞ্চালনের উপদেষ্টা অধ্যাপক মোঃ মহিবুল আলম। এবং শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সঞ্চালনের ১২তম কমিটির সভাপতি মাহমুদুন্নবী উদয়, সাধারণ সম্পাদক সুমন মিয়া, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রয়, সহ-সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম আকাশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আইনিউজ/ জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা