Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ১৩ জুন ২০২১
আপডেট: ০৮:১৪, ১৪ জুন ২০২১

সিলেটে ইউরোপাস ইন্টারন্যাশনাল কনসালটেন্সি’র উদ্বোধন

সিলেটে ইউরোপাস ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ও বিট্রিশ আইএলটিএস মক টেস্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে এই দুই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন শাহেদ শরিফ খান। তিনি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আজাদের ছেলে।

ইউরোপাস ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ও বিট্রিশ আইএলটিএস মক টেস্ট সেন্টার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থী দ্বারা পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠান দু’টির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মওলা রাজন বলেন, বৃহত্তর সিলেটের শিক্ষার্থীদের বিদেশে উচ্চতর শিক্ষাগ্রহণকে সহজতর করতে আমাদের প্রতিষ্ঠান দু’টি কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থীকে আমরা বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির মাধ্যমে প্রেরণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা না করে শিক্ষার্থীদের সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু।

উদ্বোধনকালে শাহেদ শরিফ খান বলেন, সিলেট শিক্ষার্থীবান্ধব অনন্য দু’টি প্রতিষ্ঠান হচ্ছে ইউরোপাস ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ও বিট্রিশ আইএলটিএস মক টেস্ট সেন্টার। বর্তমানে বিভিন্ন কনসালটেন্সি ফার্ম’র বিরুদ্ধে যেখানে প্রতারণার অভিযোগ উঠছে সেখানে এ দু’টি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আস্থা অর্জন করে বিশস্ততার সাথে কাজ করে যাচ্ছে; যা দেখে আমি অভিভূত হয়েছি। আশা করি ভবিষ্যতেও তাদের এ ধারা অব্যহত থাকবে।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি 

Green Tea
সর্বশেষ