Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ১৩ জুন ২০২১
আপডেট: ০৭:৪৬, ১৪ জুন ২০২১

কাল শাবিতে ‘করোনায় মানসিক স্বাস্থ্য’ বিষয়ক ওয়েবিনার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘করোনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক ওয়েবিনার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (১৪ই জুন) সন্ধা ৭.১৫ টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ্ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান। ওয়েবিনারে বক্তব্য রাখবেন কনসাল্টেন্স সাইকোলজিস্ট ও নিউরো লিংগুয়েস্টিক প্রোগ্রামের প্রশিক্ষক মিসেস আন্দালিব মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম ।

সার্বিক বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘করোনা মহামারীর এই সময়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সেশন-জ্যাম ও কাজ-কর্ম ছাড়া একাকী ঘরে বসে থাকার মতো বিষয়গুলো শিক্ষার্থীদের মনে হতাশা ও মানসিক চাপ তৈরী করছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা এই ওয়েবিনারের আয়োজন করতে যাচ্ছি, আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

উল্লেখ্য, অনুষ্ঠানটি জুম মিটিং (ID: 617 8219 3611) ও ডিপার্টমেন্টের ফেসবুক পেইজ (https://www.facebook.com/SCWSUSTofficial) থেকে সম্প্রচারিত হবে। বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি 

Green Tea
সর্বশেষ