শাবি প্রতিনিধি
আপডেট: ২৩:৪৩, ১৪ জুন ২০২১
শাবিতে ‘মানসিক স্বাস্থ্য’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘করোনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় এ প্রোগ্রাম শুরু হয়। যেটা রাত ১০টা পর্যন্ত চলে।
বিভাগটির প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।
সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানের বক্তা হিসেবে বক্তব্য রাখেন কনসালট্যান্ট সাইকোলজিস্ট এ্যন্ড ট্রেইনার অব নিউরো লিঙ্গোইস্টিক প্রোগ্রামার মিসেস আন্দালিব মাহমুদ ও শাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাবি শিক্ষক সমিতির সভাপতি ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস, অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. ফয়সাল আহমেদ, অধ্যাপক আমেনা পারভীন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক মো. শফিকুর রহমান চৌধুরী, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল হক। এছাড়া, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক মো. আবুুুল কাসেম, সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম।
এছাড়া, বিভাগের বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জিএম ইমরান /শাবি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা