Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২২ জুন ২০২১
আপডেট: ২৩:২৫, ২২ জুন ২০২১

বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ৩০ জুন ও ১ জুলাই দেশের প্রধান এই বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাছাই পরীক্ষা হচ্ছে না। একইসঙ্গে ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষাও হচ্ছে না। 

মঙ্গলবার (২২ জুন) বুয়েটের একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, আজকে বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা স্থগিত হলে টার্ম এবং চূড়ান্ত দুটিই স্থগিত হবে। আমাদের ওয়েবসাইটে সব জানানো হবে।

বৈঠকে উপস্থিতি একাডেমিক কাউন্সিলের এক সদস্য বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বুয়েট কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা হচ্ছে না। ১০ জুলাই চূড়ান্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।

তিনি আরো বলেন, আমরা পরীক্ষার নতুন কোনো তারিখ ঠিক করিনি। কেন না করোনা পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে সেটি কেউ বলতে পারছে না। পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করবে তখন আমরা পরীক্ষার তারিখ ঘোষণা করে নোটিশ জারি করব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ