শাবি প্রতিনিধি
আপডেট: ২১:৪১, ২৬ জুন ২০২১
শাবির আবাসিক হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল কর্তৃপক্ষ।
শনিবার (২৬জুন) সন্ধ্যায় এ বিষয়ে জানান, হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান।
অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, আমাদের হলগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী না হওয়ায় তারা সাধারণ হলে থাকতে চান না। কিন্তু তাদের অন্যসব শিক্ষার্থীদের ন্যায় সমান সুযোগ সুবিধা পাওয়ার কথা। এজন্য, তাদের জন্য শাহপরান হলে থাকার উপযোগী বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
সুবিধাসমূহ হলো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী বিশেষভাবে তৈরি আসবাবপত্রের ব্যবস্থা, হলের প্রবেশপথে হুইলচেয়ার উঠানামার উপযোগী বিশেষ র্যাম্প তৈরি, ডেডিকেটেড ওয়াশরুম, বিশেষ প্রয়োজনে রুম এবং ওয়াশরুম থেকে হল অফিসে জরুরি যোগাযোগের জন্য প্রযুক্তিগত বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া হলের নিচতলায় মূল গেইটের কাছে তাদের জন্য এ বিশেষ রুম বরাদ্দ দেওয়া হয়েছে।
জিএম ইমরান/এসডিপি/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক