খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ১৪:২৪, ১ জুলাই ২০২১
বাংলাদেশের সবচেয়ে বড় চার্টারটেড লিও ক্লাবের কমিটি গঠন

বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। যেটি স্পন্সর করেছে বাংলাদেশের লায়ন্স অঙ্গনের সেবামূলক কাজে সবার সেরা “লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস” জেলা ৩১৫এ১, বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ জুলাই) লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাব এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজিএফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিও প্রনব চক্রবর্ত্তীকে সভাপতি ও সামিউল জিসানকে সাধারণ সম্পাদক করে ২০২১-২০২২ বর্ষের জন্যে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সহ-সভাপতি লিও প্রবীর দাস, লিও কাওসার হোসাইন ও লিও এরশাদ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও মেহের নিগার আলম, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও হেলাল উদ্দিন, চার্টার ট্রেজারার লিও মাসুম বিল্লাহ, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও নিয়াজ আল মাসুম, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও তানভীর হোসাইন, টেইল টুইস্টার লিও লাবিবা ইসলাম, টেমার লিও মুনিরা আক্তার, চেয়ারপারসন ( প্রজেক্ট ও ফান্ড রাইজিং) লিও আরিফা আক্তার তানজিনা, চেয়ারপার্সন (ইউনিভারসিটির অন্যান্য ক্লাব লিয়াজো) লিও মিরাজ হোসাইন, চেয়ারপারসন (ব্রান্ডিং এন্ড প্রমোশন) লিও আবু তাহের, কো-অর্ডিনেটর(ইভেন্ট এন্ড প্রোগ্রাম) লিও সাদিয়া আফরিন, কো-অর্ডিনেটর (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনশিপ) মিনহাজুর রহমান ভুইঞা, কো-অর্ডিনেটর (ইন্টারন্যাশনাল রিলেশনশিপ) লিও সুরাইয়া সানজিদা, ডিরেক্টর( ইয়ুথ ডেভেলপমেন্ট) কাজী তামিম বিন আসাদ, ডিরেক্টর (মেম্বারশিপ ডেভেলপমেন্ট) আল আমিন, ডিরেক্টর (ইনফরমেশন এন্ড টেকনোলোজি) লিও নূর মোহাম্মদ, ডিরেক্টর(ওমেন লিডারশিপ ডেভেলপমেন্ট) ফারিয়া রহমান অমি ও ডিরেক্টর (ট্রেনিং এন্ড ওয়ার্কশপ) লিও জেসিয়া ইসলাম বন্যা।
উল্লেখ্য, প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে সঠিক নেতৃত্ব তৈরীর মূল লক্ষ্য নিয়ে লিও ক্লাব অব কুবি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক