শাবি প্রতিনিধি
আপডেট: ১৮:৪১, ১ জুলাই ২০২১
শাবি ভিসিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকবৃন্দের শুভেচ্ছা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে ভিসি নিয়োগ পাওয়া অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।
বুধবার (৩০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে তারা শুভেচ্ছা বিনিময় করেন।
এ সয়ম সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনটির আহ্বায়ক ও সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গণি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম, শিক্ষক সমিতির সহ-সভাপতি পিএসএস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, জিইবি বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজহারুল আরাফাত, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল ফেরদৌস চৌধুরী।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ আগস্টে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যোগদান করেন, এর ১ম মেয়াদ শেষ হবে ২০২১ সালের ১৭ আগষ্টে। আর প্রথম মেয়াদ শেষ হওয়ার পরের দিন থেকে তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন করবেন।
জিএম ইমরান/ এসডিপি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক