Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৭, ১ জুলাই ২০২১

ঢাবি শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক ফি মওকুফ

করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহন ফি এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরইমধ্যে যে সব শিক্ষার্থী পরিবহন ও আবাসিক ফি পরিশোধ করেছে তাদের টাকা সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘এরইমধ্যে যারা ফি পরিশোধ করেছেন তা সমন্বয় করা হবে।’

প্রসঙ্গত, প্রায় দেড়বছর যাবৎ ক্যাম্পাস বন্ধ থাকার সত্ত্বেও পরিবহন ও আবাসিক ফ্রি নেওয়ার প্রতিবাদ জানায় ছাত্রনেতাসহ সাধারণ শিক্ষার্থীরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ