Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ১ জুলাই ২০২১
আপডেট: ২০:১১, ১ জুলাই ২০২১

শাবি ভিসিকে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকদের শুভেচ্ছা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে ভিসি নিয়োগ পাওয়ায় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ।

বৃহস্পতিবার (১ জুন) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় ভিসি মহোদয়কে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় এক অনন্য উচ্চতায় আসীন হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ আগস্টে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর প্রথম মেয়াদের দায়িত্ব শেষ হবে ২০২১ সালের ১৭ আগষ্টে। আর প্রথম মেয়াদ শেষ হওয়ার পরের দিন থেকে তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন করবেন।

তবে, প্রথম মেয়াদের দায়িত্ব শেষ হওয়ার আগেই গতকাল বুধবার (৩০ জুন) রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নূর-ই -আ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দ্বিতীয় মেয়াদে শাবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

Green Tea
সর্বশেষ