শাবি প্রতিনিধি
আপডেট: ২৩:৫০, ১ জুলাই ২০২১
রোবোসাস্টের প্রেসিডেন্ট হাসানুজ্জামান, সেক্রেটারি নওরিন

সভাপতি হাসানুজ্জামান চৌধুরী জয়, সম্পাদক সাদিয়া নওরিন মিথিলা, ডিরেক্টর অব রোবটিক্স আলিফ আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র রোবোটিক্স বিষয়ক সংগঠন 'রোবোসাস্ট'র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির প্রেসিডেন্ট পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হাসানুজ্জামান চৌধুরী জয় এবং সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাদিয়া নওরিন মিথিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) রাতে সংগঠনটির সদ্যবিদায়ী সেক্রেটারি এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুসারে, বৃহস্পতিবার (১জুলাই) রাত ৮টায় অনলাইনে সাধারণ সভার মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, ডিরেক্টর অব রোবটিক্স পদে আলিফ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট পদে নাইম আলী, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি পদে প্রমিত দে, অর্গানাইজিং সেক্রেটারি পদে সাফাউল আলম সাদ, ট্রেজারার পদে রুকাইয়া সুলতানা বুশরা, সেক্রেটারি অব প্রজেক্ট এন্ড স্ট্র্যাটেজি পদে মোয়ায আব্দুল করিম, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে মির্জা নিহাল এবং জুবায়ের আহমেদ আদিত্য, অপারেশন্স সেক্রেটারি পদে মো. রাজিন, সেক্রেটারি অব কন্টেন্ট ক্রিয়েশন পদে অন্বয় রঞ্জক তালুকদার এবং আইটি সেক্রেটারি পদে কঙ্কা মজুমদার ও জয় রাজ ভৌমিক দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও ২০১৯-২০ সেশন থেকে নতুন কমিটিতে ২০ জন সদস্যকে রাখা হয়েছে।
উল্লেখ্য, কোভিডে-১৯ এর মধ্যেও নিজেদের কর্ম অনলাইনে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে রোবোসাস্ট। 'রোবোটিক্স ফর গ্লোরি' মোটোকে কাজে লাগিয়ে তারা এখনো পর্যন্ত ৬৬টি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ট্রফি অর্জন করেছে। নতুন কমিটিতে সেক্রেটারি অব প্রজেক্ট এন্ড স্ট্র্যাটেজি এবং সেক্রেটারি অব কন্টেন্ট ক্রিয়েশন পদগুলিকে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে।
জিএম ইমরান/ এসডিপি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক