কুবি প্রতিনিধি
আপডেট: ২২:২১, ৬ জুলাই ২০২১
লাল মাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার কুমিল্লার সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। লালমাই পাহাড়ের পাদ দেশে উঁচু-নিচু টিলা, সবুজ অরণ্য বেষ্টিত, বিচিত্র ফুলের সুবাসে সুবাসিত এ বিশ্ববিদ্যালয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সুদীর্ঘ ১৩ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এ বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হতে পেরে আমি সত্যিই অত্যন্ত উদ্দীপ্ত,উৎফল্ল ও আনন্দিত।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস মনে অধীর আগ্রহ, ভয় ভীতি নিয়ে শুরু। ক্যাম্পাসে সবসময় মনের মধ্যে ভয়, তবুও এভাবেই চলতে হয় কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয়,ভালোবাসার বড় আপু ও ভাইয়া এবং সহপাঠীবৃন্দ সকলেই অত্যন্ত আন্তরিক।
পাহাড় ঘেরা পথ, কাঁঠালতলা, বাবুই চত্ত্বর, মুক্তমঞ্চ, ব্যায়ামাগার, বঙ্গবন্ধু ভাস্কর্য, কেন্দ্রীয় লাইব্রেরি, বিভিন্ন রকমের ফুলের সুবাসে সুবাসিত ক্যাম্পাস, ফরেস্ট অফ আর্ডেন, ক্যাফেটেরিয়া, অনন্য মসজিদ, লালন চত্ত্বর, কেন্দ্রীয় খেলার মাঠ ঘেষে নির্মিত অনন্য বৈশিষ্ঠ্য মন্ডিত কেন্দ্রীয় শহীদ মিনার, পাহাড়ের মাঝে নির্মিত একাডেমিক বিল্ডিং,সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদ সংযুক্ত প্রেম সেতু সকল কিছুই আমাকে মুগ্ধ ও বিমোহিত করে তুলেছে।
প্রতিদিন সন্ধ্যায় ফরেস্ট অফ আর্ডেনে বসে হাসি ঠাট্টা এক দুরন্ত অনুভুতির সূচনা করে। শীতের কুয়াশাচ্ছন্ন রাতে নীরব পথ প্রান্তর, শিশিরের ছোঁয়ায় করতালিসহ গান পরিবেশন যেন নতুন এক অনুভূতির মাত্রা যোগ করে। ক্যাম্পাসের বিপুল উন্নয়ন, কোলাহলপূর্ণ পরিবেশ এসকল কিছু আমাদের নতুন আলোয় আলোকিত হওয়ার পথ দেখায়। বিচিত্র অনুষ্ঠান, বিভিন্ন সংগঠনের কার্যক্রম যেন আরো অতিরিক্ত আনন্দের যোগান দেয়।
সহপাঠীদের ক্লাসের অপেক্ষা, কখন ক্লাস, ক্লাস হবে কি আদৌ? না হলে,ক্যাম্পাসে ঘুরাঘুরি, আড্ডায় মেতে উঠা, জন্মদিন পালন, চা চক্র, আবেগি খুনসুটি আসলেই আমায় বিমোহিত করে তোলে। আর এভাবেই প্রতিটি দিনের অবসান যেন হয়।
আবু তালহা রাজিব
ইংরেজি বিভাগ (১৪ তম ব্যাচ)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক