শাবি প্রতিনিধি
আপডেট: ২৩:২৬, ৭ জুলাই ২০২১
‘এআইসিএইচই’র সদস্য পদ অর্জন করলো শাবি

অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারস (এআইসিএইচই) এর সদস্য পদ (শাবি স্টুডেন্ট চ্যাপ্টার) অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বুধবার অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারস কর্তৃপক্ষ শাবির সদস্য পদ (শাবি স্টুডেন্ট চ্যাপ্টার) অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আগামী ১ বছরের জন্য স্টুডেন্ট চ্যাপ্টারের প্রথম কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সারোয়ার জামান মনোনীত হয়েছেন। কমিটিতে সহ-সভাপতি হিসেব অর্জন সাহা, ট্রেজারার মশিউর রহমান এবং অফিসার (ক্যারিয়ার ডেভেলপমেন্ট) হিসেবে কাশফিয়া নেহরিন রয়েছেন।
এছাড়া, পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ স্টুডেন্ট চ্যাপ্টারের চেয়ার এবং বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন এডভাইসর হিসেবে থাকছেন এই কমিটিতে।
জানা যায়, সদস্য পদ (স্টুডেন্ট চ্যাপ্টার) অর্জনের জন্য সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের পরামর্শে সিইপি ফ্র্যাটারনিটির ২৩ তম কমিটি কাজ শুরু করলেও ২৪তম কমিটি এসে তা সম্পন্ন করে।
কমিটির ট্রেজারার মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের প্রচেষ্টায় অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারস এর শাবির স্টুডেন্ট চ্যাপ্টার যাত্রা শুরু করছে আজ থেকে। এই সংস্থা আমাদের কেমিক্যাল রিলেটেড গবেষণা বা কাজের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করবে। আমাদের কেমিক্যাল রিলেটেড কাজের পর্যবেক্ষণ করবে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পর দেশে অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারস এর সদস্য পদ (স্টুডেন্ট চ্যাপ্টার) অর্জন করলো শাবি।
আইনিউজ/জিএম ইমরান/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক