Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

মারুফ আহমেদ খান, বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৫, ৯ জুলাই ২০২১
আপডেট: ০৯:১৪, ১০ জুলাই ২০২১

বিশ্ববিদ্যালয় দিবসে বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ( ৯ জুলাই) রাত সাড়ে ৮ টা থেকে ১১টা পর্যন্ত বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠন, বশেমুরবিপ্রবি-এর পক্ষ থেকে অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। 

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড.হাসিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড.সারাফাত, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড.আবু সালেহ, শিক্ষক সমিতির সহসভাপতি ড. আবুল বাসার খলিফা, ইংরেজি বিভাগের কাজী মশিউর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সানজিদা আক্তার সারনি, এগ্রিকালচার বিভাগের আহসান সৌরভ ও সোহাগ। 

এছাড়া দেশে ও বিদেশে অধ্যায়নরত ও চাকুরীজীবী, প্রাক্তন এবং বরিশাল বিভাগীয় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: বায়জিদ। 

Green Tea
সর্বশেষ