Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৮, ১২ জুলাই ২০২১
আপডেট: ১৪:০৯, ১৩ জুলাই ২০২১

শাবি শিক্ষার্থী সুবীরের নামে শ্লীলতাহানির অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমন দাস সুবীরের নামে  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। 

সোমবার (১২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাবি প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিল।

তিনি বলেন, সোমবার দুপুরে ভিক্টিম ছাত্রী শহর থেকে টিউশনি করে ফেরার পথে অভিযুক্ত সুমন দাস তার পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে একপর্যায়ে ভিক্টিম ছাত্রী বাসায় ফেরার জন্য সিএনজিতে উঠলে অভিযুক্ত শিক্ষার্থীও তার সিএনজিতে উঠে শ্লীলতাহানি করে। পরে ছাত্রীটি বাধ্য হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে সিএনজি ড্রাইভার অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের সামনে নামিয়ে দিয়ে যায়।

শাবির ভারপ্রাপ্ত প্রক্টর আরো বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে একাধিকবার ফোন দিলে তার নম্বর ব্যস্ত পাওয়া যায়।

উল্লেখ্য অভিযুক্ত শিক্ষার্থী ২০১৬-১৭ শিক্ষা বর্ষের। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়।

জিএম ইমরান/এসডিপি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ