আপডেট: ১৫:০৪, ১৩ জুলাই ২০২১
অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমন দাস সুবীরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, শাবি প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিল। তিনি আরো বলেন, বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কাছে হস্থান্তর করা হয়েছে। অধিকতর তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে ভিক্টিম ছাত্রী শহর থেকে টিউশনি করে ফেরার পথে অভিযুক্ত সুমন দাস তার পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে ভিক্টিম ছাত্রী বাসায় ফেরার জন্য সিএনজিতে উঠলে অভিযুক্ত শিক্ষার্থীও তার সিএনজিতে উঠে শ্লীলতাহানি করে। পরে ছাত্রীটি বাধ্য হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে সিএনজি ড্রাইভার অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের সামনে নামিয়ে দিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শাবির ভারপ্রাপ্ত প্রক্টর গতকাল বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে গতকাল রাতে একাধিকবার ফোন দিলে রিসিভ করেননি।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়।
জিএম ইমরান/ আইনিউজ
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে শাবিপ্রবিতে পরীক্ষা
- শাবিতে নতুন প্রক্টর
- প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শাবি
- অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার
- এবার শাবি প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন মিসবাহ উদ্দিন সিরাজ
- ২৮ এপ্রিল থেকে শাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু
- ২২১৬ জনকে ১৫ জিবি ডাটা দিল শাবি প্রশাসন
- ‘আমি সত্যি এ দুনিয়ার যোগ্য না’ লিখে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা