আপডেট: ১৫:০৪, ১৩ জুলাই ২০২১
অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমন দাস সুবীরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, শাবি প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিল। তিনি আরো বলেন, বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কাছে হস্থান্তর করা হয়েছে। অধিকতর তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে ভিক্টিম ছাত্রী শহর থেকে টিউশনি করে ফেরার পথে অভিযুক্ত সুমন দাস তার পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে ভিক্টিম ছাত্রী বাসায় ফেরার জন্য সিএনজিতে উঠলে অভিযুক্ত শিক্ষার্থীও তার সিএনজিতে উঠে শ্লীলতাহানি করে। পরে ছাত্রীটি বাধ্য হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে সিএনজি ড্রাইভার অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের সামনে নামিয়ে দিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শাবির ভারপ্রাপ্ত প্রক্টর গতকাল বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে গতকাল রাতে একাধিকবার ফোন দিলে রিসিভ করেননি।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়।
জিএম ইমরান/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ