Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১৩ জুলাই ২০২১
আপডেট: ২১:৪০, ১৩ জুলাই ২০২১

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বশেমুরবিপ্রবিতে কোভিড টেস্ট শুরু

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার আগে কোভিড টেস্ট শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনাভাইরাস শনাক্তকরণে নমুনা সংগ্রহ শুরু হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এবং প্রত্যেকের পরিবারকে নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় থেকে ডিসি অফিসে শিক্ষার্থীদের তালিকা প্রেরণ করা হয় এবং অফিস থেকে জানানো হয় মঙ্গলবার (১৩ জুলাই) থেকে প্রায় ১৫০ জন করে শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়া আগামী ১৬ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

আইনিউজ/মারুফ আহমেদ খান

Green Tea
সর্বশেষ