Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ১৪ জুলাই ২০২১
আপডেট: ১৮:৩২, ১৪ জুলাই ২০২১

‘অনাবাসিক শিক্ষার্থীদের দ্বিতীয়বার টিকার আবেদন করার দরকার নেই’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অনাবাসিক শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণের জন্যে শাবির সকল বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের NID  (জাতীয় পরিচয়পত্র) নাম্বারসহ তালিকা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ইংরেজি ফন্টে বা বাংলা নিকষ ফন্টে এক্সল ছকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সফট কপি ও হার্ড কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইতিমধ্যে যে সকল বিভাগ থেকে ইংরেজি ফন্টে বা বাংলা নিকষ ফন্টে এক্সেল ছকে পাঠানো হয়েছে তাঁদের আর পাঠানোর প্রয়োজন নাই।

তবে, যেসকল অনাবাসিক শিক্ষার্থীরা বিভাগের অধীনে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করবে কিনা জানতে শাবি রেজিস্ট্রার বলেন, যারা বিভাগীয় অধীনে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার দরকার নেই। কিন্তু,  যারা এখনো আবেদন করেনি তারাই আবেদন করবেন।

জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ