শাবি প্রতিনিধি
আপডেট: ২৩:০৯, ১৪ জুলাই ২০২১
ধর্ষণকারীদের শুধু বহিষ্কার নয় মামলাও করা হবে: শাবি উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ধর্ষণের মতো কাজে জড়িত থাকলে তাদেরকে শুধু বহিষ্কার কিংবা অব্যহতি নয়, মামলাও দায়ের করা হবে।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে আইনিউজের শাবি প্রতিনিধিকে তিনি এসব কথা বলেন।
শাবি উপাচার্য বলেন, ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কিংবা কর্মচারীদের কেউ এ কাজ জড়িত থাকলে তাকে শুধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা অব্যহতি করা হবে না। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে।
তবে, এ মামলাটি হবে, বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন ও নিপীড়ন নিরোধ সেলের সুপারিশক্রমে। তারা তদন্ত করে বিষয়টিকে যদি গুরুতর অপরাধের প্রমাণ পায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলার সুপারিশ করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
শাবি উপাচার্য আরো বলেন, আমরা চাই অপরাধীদের বিশ্ববিদ্যালয়ের আইনে বিচারের পাশাপাশি দেশের প্রচলিত আইনে বিচার করা হোক।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- আরও পড়ুন: ১৮ জুলাই থেকে শাবির সব অফিস বন্ধ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক