শাবি প্রতিনিধি
আপডেট: ০৮:৩৯, ১৬ জুলাই ২০২১
শাবিতে ‘মানিকগঞ্জ সম্প্রীতি’র সভাপতি বিকাশ, সম্পাদক প্রীতম

সভাপতি বিকাশ সরকার ও সাধারণ সম্পাদক প্রদুন্য ঘোষ। ছবি: প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা হতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন 'মানিকগঞ্জ সম্প্রীতি'র দশম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি পদে স্ট্যাটিসটিকস বিভাগের বিকাশ সরকার এবং সাধারণ সম্পাদক পদে বিএমবি বিভাগের প্রদুন্য ঘোষ প্রীতম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে অনুসারে সংগঠনটির অন্যান্য পদে মনোনীতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে এফইটি বিভাগের তৌহিদ মামুন এবং সহ-সভাপতি পদে সিইপি বিভাগের মো. রেজাউল করিম রেজা, এফইটি বিভাগের ওয়াসিম আদিব, ইংরেজি বিভাগের দেওয়ান হাসিবুল হাসান, সিইই বিভাগের দীপ্ত মৈত্র।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের রিফাত শাহরিয়ার, এফইএস বিভাগের ফাইজ আল নাহিয়ান, আইপিই বিভাগের শেখ আকাশ, সহ-সাধারণ সম্পাদক পদে এফইএস বিভাগের শাফিন খান, কোষাধ্যক্ষ পদে সিএসই মনিকা তরফদার, সহ-কোষাধ্যক্ষ পদে এসডাব্লিউই বিভাগের তাসকিরুল হক তামিম।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সিইপি বিভাগের মো. মামুন হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্ট্যাটিসটিকস বিভাগের শিনজন সরকার, প্রচার সম্পাদক পদে এফইএস বিভাগের প্রত্যয় রায়, সহ-প্রচার সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন বিভাগের নিশাত বর্ষা, দপ্তর সম্পাদক পদে সিএসই বিভাগের আনুসূয়া রায়, সহ-দপ্তর সম্পাদক পদে এসডাব্লিউ বিভাগের সৌরভ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে ইইই বিভাগের রুহুল আমিন, সহ-সংস্কৃতিক সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের রিফাত জাহান রুহানি, ক্রীড়া সম্পাদক পদে বিএমবি বিভাগের মো. ওবাইদুল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের তানভীর আহমেদ।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আইপিই বিভাগের তাহমিন তানভীর প্রত্যয় এবং সমাজকর্ম বিভাগের দিবাকর বিশ্বাস মনোনীত হয়েছে।
আইনিউজ/জিএম ইমরান/শাবি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক