শাবি প্রতিনিধি
আপডেট: ১৮:৫৫, ১৮ জুলাই ২০২১
শাবির মাভৈঃ`র আহবায়ক কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বন ও পরিবেশ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অংকিতা দাশ গুপ্তাকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। রোববার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৭ জুলাই (শনিবার) মাভৈঃ আবৃত্তি সংসদের ২১তম কার্যকরী কমিটির পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত ১৭ জুলাই সন্ধ্যায় একটি জুম মিটিংয়ের মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উক্ত মিটিং এ মাভৈঃয়ের ২১ তম কার্যকরী পরিষদের সকল কার্যকরী সদস্যসহ বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী কার্যকরী পরিষদ ঘোষণার পূর্ব পর্যন্ত গঠনতন্ত্র অনুসারে এই আহ্বায়ক কমিটি সংগঠন এর যাবতীয় কর্মকান্ড পরিচালনা করবে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অনামিকা কৈরী, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের নবনীতা কর্মকার, ইংরেজি বিভাগের ফাতেমা বেগম ও ব্যবসায় প্রশাসন বিভাগের রাজর্ষি ভট্টাচার্য্য ।
উল্লেখ্য, 'শেকল ভাঙার ছন্দ মোরা, দেয়াল ভাঙার উচ্চারণ' এ শ্লোগানকে ধারণ করে ১৯৯৮ সাল থেকে শাবিপ্রবিতে শুদ্ধ আবৃত্তি চর্চা করে আসছে মাভৈঃ আবৃত্তি সংসদ।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক