Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২২, ১৮ জুলাই ২০২১
আপডেট: ২৩:৪৬, ১৮ জুলাই ২০২১

কুবিতে বিদেশে উচ্চশিক্ষা শীর্ষক ওয়েবিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে ২ দিনের এ ওয়েবিনারের সমাপনী অনুষ্ঠিত হয়। 

ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং ক্লাবের সভাপতি সাবরিনা আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের ফ্যাকাল্টি উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান। 

শনিবার ওয়েবিনারের প্রথম দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে এ্যাব্রোড স্টাডি লিমিটেডের বর্তমান সিইও মেহেদী হাসান, ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটায় কমিউনিকেশন স্টাডিজ বিভাগে অধ্যয়নরত মোখলেছুর রহমান এবং চীনের চাংগান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ইয়াসিন আরাফাত। 

দ্বিতীয় দিন (১৮ জুলাই) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি থেকে কনজিউমার সায়েন্স মিউনিখে অধ্যয়নরত আমিনুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে মোহাম্মদ নাজমুস সাকিব এবং কানাডা থেকে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জিয়া উদ্দিন ফাহাদ। 

দুইদিন ব্যাপী উক্ত ওয়েবিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। বিদেশে উচ্চতর শিক্ষা নিয়ে আগ্রহীদের জন্য বিভিন্ন তথ্য এবং পরামর্শ প্রদান করেন।

এসময় ক্লাবটির বিভিন্ন সংগঠক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ