রাকিবুল ইসলাম রিয়াদ (জবি প্রতিনিধি)
আপডেট: ২২:৩৭, ২৫ জুলাই ২০২১
রাবি শিক্ষক আ. হালিম এর মৃত্যুতে জবি সমাজকর্ম বিভাগে শোকসভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. আবদুল হালিম এর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জুলাই) জবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সঞ্চালনায় অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে যোগদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রফেসর এ এস এম নুরুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, রাবি-র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফখরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. শর্মিষ্ঠা রায়, প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রফেসর ড. রবিউল ইসলাম এবং মোহাম্মদ জামিরুল ইসলাম।
এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন, প্রফেসর ড. তুলসী কুমার দাস, প্রফেসর আমিনা পারভীন, প্রফেসর মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. শফিকুর রহমান এবং মোঃ ফখরুল আলম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ জাহিদুল ইসলাম, জনাব মোঃ আউয়াল কবীর জয়, প্রভাষক মোসাম্মৎ ফাতেমা বেগম এবং জনাব সুব্রত কুমার বিশ্বাসসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক সভায় অংশগ্রহন কারী সকলেই প্রফেসর মোঃ আবদুল হালিম-এর সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা, অতিথিপরায়নতা, অমায়িক ব্যবহার, দল-মতের উর্দ্ধে থেকে সহকর্মীদের প্রতি ভালবাসা এবং বিপদে-আপদে সাহায্য করার ব্যাতিক্রমী বৈশিষ্ট্যের প্রশংসা করেন। শিক্ষার্থীদের উন্নয়নে তিনি বিশেষ ভুমিকা রেখেছেন। তিনি ছিলেন প্রচার বিমুখ এবং নিরহংকারী একজন অসামান্য ব্যাক্তিত্ব। সভায় প্রত্যেকেই অবসরপ্রাপ্ত সিনিয়র প্রফেসরবৃন্দের এবং বর্তমানে যারা অসুস্থতায় ভুগছেন, তাদের খোঁজখবর নেয়াসহ যথাসম্ভব দায়িত্ব পালনের প্রতি গুরুত্ব প্রদান করেন। প্রফেসর মোঃ আবদুল হালিম-এর প্রকাশনাসমূহ সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাজিনা সুলতানা বলেন, "সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমাজকর্মের শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। হালিম স্যার বেঁচে থাকতে এমন একটি ভার্চুয়াল আড্ডার ব্যবস্থা করলে স্যার অনেক আনন্দ পেতেন। এখন থেকে আমরা শুধুমাত্র কোন দুঃসংবাদের পরই নয়, সমাজকর্মের কারো বিশেষ অর্জনে অভিনন্দন জানাতেও বিভিন্ন ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করতে পারি।"
উল্লেখ্য যে,ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব ইউনিয়নের অধ্যাপক মো. আব্দুল হালিম (অব:) গত ২২ জুলাই, ২০২১ বৃহস্পতিবার ভোর ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন।পরে দুপুর আড়াইটায় বুদ্ধিজীবী কবরস্থান রায়েরবাজারে ব্লক- ৮, কবর নং- ২৩ মোহাম্মদপুরে তাকে দাফন করা হয়।
কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট, সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান, সিনেট ও সিন্ডিকেট সদস্যা ছিলেন। অধ্যাপক এম. এ হালিমের জন্ম ১ নভেম্বর ১৯৪৩। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
আইনিউজ/রিয়াদ/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক