Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৮:১১, ২৯ জুলাই ২০২১

ক্যান্সার আক্রান্ত কুবি শিক্ষার্থীর মৃত্যু

তানিন মেহেদী

তানিন মেহেদী

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থী তানিন মেহেদী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, তানিন মেহেদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রথম বর্ষে থাকাকালীন সময়েই হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে। তবে তখন ভারতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তানিন। পরবর্তীতে ২০২০ সালে আবার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন তানিন। এরপর দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, তার সহপাঠী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

তানিনের খালাতো ভাই মনির হোসেন বলেন, ক্যান্সার থেকে পানি জমে ফুসফুস ব্লক হয়ে যাওয়ায় নিউমোনিয়া ধরে যায় তানিনকে। কয়েকদিন ধরেই তানিন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলো না। শেষে আজ সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেন তিনি।

উল্লেখ্য, তানিন মেহেদীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লাখশিবপুর গ্রামে। সেখানেই তার জানাযা এবং দাফন সম্পন্ন হবে।

Green Tea
সর্বশেষ