শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৮:০৯, ২৯ জুলাই ২০২১
শাবিপ্রবিতে `থিয়েটার সাস্ট`র আহ্বায়ক কমিটি গঠন

নতুন কমিটি গঠনের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্টের’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে অনলাইনে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি অরিন্দম সাহা অমিত।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও ১৯তম কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শাওন দত্ত দূর্জয়, একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও ১৯তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শুভ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি অরূপ সরকার অর্ঘ্য এবং সমাজকর্ম বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কনক দাশ।
বিশতম কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণার পর একুশ তম কার্যকরী পরিষদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আহ্বায়ক পরিষদের তত্ত্বাবধানে সংগঠনটির কার্যক্রম চলবে।
উল্লেখ্য, ‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘থিয়েটার সাস্ট’।
আইনিউজ/জিএম ইমরান/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক