Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ৩১ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৪, ৩১ জুলাই ২০২১

`স্বপ্নোত্থান`এর এক যুগে পদার্পণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' এক যুগে প্রবেশ করছে। আগামীকাল (১ আগস্ট) এক যুগ পদার্পণ ও জন্মদিন পালন করবেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শোকের মাস আগস্ট বিবেচনায় রেখে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এবং স্বাস্থ্যবিধি মেনে আজ ৩১শে জুলাই বিকালে কেক কেটে জন্মদিন উদযাপন করেন স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকল্পে কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় স্বপ্নোত্থান। ২০০৭ সালে কার্যক্রম শুরু করলেও ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় স্বপ্নোত্থানের। সিলেট সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস নিয়ে থাকে স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা। সিলেট শহরের যেকোনো স্থানে রক্তের প্রয়োজন হলে রক্তদাতা সংগ্রহ করা হয়। এছাড়া, প্রতিবছর ইদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও চ্যারিটির প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে স্বপ্নোত্থান। স্বপ্নোত্থান মূলত এই তিনটি উইং - স্কুল, ব্লাড ও চ্যারিটি, এর মাধ্যমে কার্যসম্পাদন করে থাকে।

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় জানান, 'স্বপ্নোত্থান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হলেও আমরা সুবিধাবঞ্চিত সকল মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। স্বপ্নোত্থানের সকল স্বেচ্ছাসেবী স্বপ্ন দেখে এদেশের সকল সুবিধাবঞ্চিত মানুষ মুক্ত হবে অসহয়তার শিকল থেকে। 'আবারো মানবতার অঙ্গীকারে নতুন যুগে' - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এবারের জন্মদিন পালন করছি।'

স্বপ্নোত্থানের সভাপতি মোঃ মোছাদ্দেক হাসান বলেন, 'স্বপ্নোত্থান তার জন্মলগ্ন থেকেই কাজ চেষ্টা করে আসছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর। স্বপ্নোত্থানের এই পথচলায় পাশে থাকার জন্য আমরা আমাদের সকল শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞ।'

জিএম ইমরান/ এসডিপি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ