শাবি প্রতিনিধি
আপডেট: ২৩:২৯, ৬ আগস্ট ২০২১
‘ইরাসমাস’ বৃত্তি বিষয়ক ওয়েবমিনার আগামী রোববার

আগামী রোববার (৮ আগস্ট) ইউরোপের বিভিন্ন দেশে Erasmus Mundus scholarship নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
Erasmus Mundus Alumni Association Banagladesh chapter এর উদ্যোগে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুক্রবার (৬ আগস্ট) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশী শিক্ষার্থীরা এ বৃত্তি নিয়ে কীভাবে ইউরোপে মাস্টার্স করার সুযোগ পেতে পারে এ বিষয়ে আগামী রবিবার (৮ আগষ্ট) ওয়েবমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে শাবির সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ঈসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তা হিসেবে থাকবেন Erasmus Mundus Association এর স্বেচ্ছাসেবী আফিয়া শাহরিন এবং এস এম মাসুম আহমেদ।
বিজ্ঞপ্তিতে প্রোগ্রামের জুম আইডি (https://.zoom.us/j/97118396282) সংযুক্ত করে বিদেশে উচ্চ শিক্ষাগ্রহনে ইচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।
উল্লেখ্য, ইউরোপিয়ান কমিশন এ বৃত্তি প্রদান করে থাকে। ১৫০টির মত মাস্টার্স প্রোগ্রাম এই বৃত্তির আওতায় পরিচালিত হচ্ছে।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক