Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:১৫, ৮ আগস্ট ২০২১

কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি ইকবাল, সম্পাদক জাফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সংগঠনের সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

নতুন এ কমিটিতে সভপতি হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী আবু জাফর।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের উৎসাহ প্রদান ও এ বিষয়ক সভা-সেমিনারের আয়োজন করে থাকে এ সংগঠনটি।

আইনিউজ/ খালেদুল হক/এসডিপি 

Green Tea
সর্বশেষ