Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ৮ আগস্ট ২০২১
আপডেট: ২৩:০৮, ৮ আগস্ট ২০২১

‘ইরাসমাস’ বৃত্তি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ইউরোপের বিভিন্ন দেশে  Erasmus Mundus scholarship নিয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায়  Erasmus Mundus Alumni Association Banagladesh chapter-এর উদ‍্যোগে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ঈসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন Erasmus Mundus Association এর স্বেচ্ছাসেবী আফিয়া শাহরিন এবং এস এম মাসুম আহমেদ।

অনুষ্ঠানে, ইরাসমাস এবং ইরাসমুন্ডাস স্কলারশিপটা কি, এপ্লিকেশন গাইড লাইন এবং প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানান, সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সামছুল হোসেন সাদী।

ওয়েবমিনারে অংশ নেওয়া মো. সামছুল হোসেন সাদী আরো বলেন, আবেদনের সময় এবং আবেদন প্রক্রিয়া বুঝার জন্য ক্যাটালগ থেকে একটি প্রোগ্রামের সাপেক্ষে উদাহরণও দিয়েছেন কিভাবে আবেদন করবো। এছাড়া, স্কলারশিপের সুবিধা এবং কিভাবে এই ইরাসমাস বৃত্তিটা আমাদের চিন্তাভাবনা,আচার -আচরন এবং পেশাগত জীবনে প্রভাব ফেলে সে বিষয়েও আলোচনা করা হয়েছে । 

তাছাড়া, আবেদনের জন্য কিভাবে,কখন এবং কি কি ডকুমেন্ট গোছাই রাখতে হবে, একইবছরে কতোটা ইরাসমাস প্রোগ্রামে এপ্লাই করা যায়?পড়াশুনার পাশাপাশি এবং পড়াশুনা শেষের কিভাবে চাকরি বা ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে? সেসব নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানান, সমাজকর্ম বিভাগের সাবেক এ শিক্ষার্থী। 

উল্লেখ্য, ইউরোপিয়ান কমিশন এ বৃত্তি প্রদান করে থাকে। ১৫০টির মত মাস্টার্স প্রোগ্রাম এই বৃত্তির আওতায় পরিচালিত হচ্ছে।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

Green Tea
সর্বশেষ