শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৯:০২, ১৬ আগস্ট ২০২১
জাতীয় শোক দিবসে শাবিপ্রবি শেখ রাসেল পরিষদের আলোচনা সভা

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় অনলাইন প্লাটফর্ম জুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি খালেদ সাইফুল্লাহ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভিন, সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শামীম, সহকারী প্রক্টর ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার উত্তম কুমার দাশ, পলিটক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাকিল ভূইয়া, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বণিক ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. কয়েস মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে কাজে কর্মে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো রাষ্ট্র নায়ক হতেন। শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়েেএ সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করা হয়েছে। যে মুজিবকে মারার সাহস পাকিস্তানও করতে পারেনি সেই কাজ করেছে দেশীয় কিছু কুলাঙ্গার। যা বাঙালি জাতির জন্য একটি ন্যক্কারজনক ও ঘৃণিত ঘটনা। এছাড়া বক্তারা জাতির জনকের হত্যার শোককে শক্তিতে পরিণত করে ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দল মত নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে আহ্বান জানান।
জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক