আপডেট: ০৮:৫৮, ১৬ আগস্ট ২০২১
নানা আয়োজনে শাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় শোক দিবস উপলক্ষে কালো ব্যাচ ধারণ করে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ।
পুস্পস্তবক অর্পণ শেষে ভাইস চান্সেলর সংক্ষিপ্ত বক্তব্যে ১৫ই আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার সোনালী স্বপ্নকে থমকে দিয়েছিল দেশী ও বিদেশী স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র। এই শোক কখনোও ভুলবার নয়। এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশ প্রেমে বলিয়ান হয়ে সোনার বাংলা গড়ার কাজে সকলকে নিয়োজিত হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহবায়ক ও স্কুল অব এপ্লাইড সায়েন্সের ডিন প্রফেসর ড. মো. মুসতাক আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সস অনুষদের ডিন প্রফেসর ড. রোমেল আহমদ, সিন্ডিকেট সদস্য ও সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক প্রফেসর ড. মস্তাবুর রহমান, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর দিলারা রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুলসী কুমার দাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. জহির উদ্দিন আহমদ, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আবদুল গনি, শাহপরান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. জায়েদা শারমিন, প্রক্টর আবু হেনা পহিল, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুস্পস্তবক অর্পণ শেষে শাবি শিক্ষক সমিতি, ডিন‘স ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, শাবি অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, শাবি কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন সমিতি, শাবি কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়।
জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক