জাককানইবি প্রতিনিধি
আপডেট: ২৩:৩৮, ২০ আগস্ট ২০২১
জাককানইবি হাল্ট প্রাইজের ইভেন্ট পার্টনার ছয় তরুণ উদ্যোক্তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো ২০২১-২২ সালে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু হয়েছে।অন্যান্য বারের মতো এবারের হাল্টের কার্যক্রম একটু ভিন্নধর্মী। কেননা,এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করছে উক্ত বিশ্ববিদ্যালয়েরই ছয় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা। তারা বর্তমানে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হয়ে উঠেছেন।
উদ্যোক্তাগণ হলেন-সারজীল হাসান (লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), ফাইজাহ্ ওমর তূর্ণা (ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ), মহসিনা স্বর্ণা (পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), আসাদুজ্জামান বাপ্পী (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), আসিফ রাব্বি শিখন (স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ) এবং আসিফুল হক আসিফ (চারুকলা বিভাগ)।
ছয় উদ্যোক্তাকে হাল্ট প্রাইজে ইভেন্ট পার্টনার করার কারণ জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে মতামত প্রদান করেন-
অন ক্যাম্পাস ইভেন্টে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে 'Chill পুরুষ' যার উদ্যোক্তা সারজীল হাসান। সারজীল হাসানকে স্পন্সর করার কারণ জানতে চাইলে তিনি বলেন,"'Chillপুরুষ' সববসময় তরুণ প্রজন্মকে গঠনমূলক কাজের জন্য উৎসাহিত করে। কারণ তরুণরাই দেশের ভবিষ্যৎ পথপ্রদর্শক এবং ভোক্তা।টিম Chillপুরুষ হাল্ট প্রাইজের টাইটেল স্পন্সর করতে পেরে খুবই আনন্দিত।"
"আরশিলতা" প্রতিষ্ঠানের মালিক ফাইজাহ্ ওমর তূর্ণা বলেন,"তরুণ সমাজকে একধাপ এগিয়ে যাওয়ার প্লাটফর্ম হাল্ট প্রাইজ। আমরা এ ধরনের প্রোগামে যুক্ত হয়েছি যেন হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস তরুণ সমাজকে যুক্তা করে তাদের আইডিয়া ডেভেলপমেন্ট করে তাদেরকে স্বনির্ভর করতে সহায়তা করতে পারে।"
কো স্পন্সর হিসেবে থাকছে আসিফ রাব্বি (শিখন) এর ব্যবসা প্রতিষ্ঠান ফ্রাইডে গ্যাজেটজ। তিনি বলেন, "প্রথমত আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সবসময় চেষ্টা করি ভালো কাজগুলোতে উৎসাহ দেওয়ার।এরই প্রেক্ষিতে হাল্ট প্রাইজে যুক্ত হওয়া।"
এছাড়াও এবারের কো স্পন্সর হিসেবে থাকছে আসিফুল হক আসিফ এর ব্যবসা প্রতিষ্ঠান মটকা আঁচ। তিনি বলেন,"হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস হলো শিক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ।তারা বিভিন্ন ধরনের দক্ষতা শেখার পাশাপাশি ব্যবসায় উৎসাহিত করছে ।তাই তাদের এই মহান কাজকে ত্বরান্বিত করতে আমরা পৃষ্ঠপোষকতা করতে চেয়েছি।"
'তৈয়ার' এর উদ্যোক্তা মহসিনা স্বর্ণা বলেন,"আমি নিজেও একজন শিক্ষার্থী। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তাদের উৎসাহ দিতে হাল্ট প্রাইজে থাকার ইচ্ছে পোষণ করেছি।"
'এঙ্কর ক্লথিং' থেকে আসাদুজ্জামান বাপ্পি হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসে যুক্ত হওয়ার কারন হিসেবে বলেন,"হাল্ট প্রাইজ এমন একটি সংস্থা যা বিশ্বব্যাপী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে এবং বিশ্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাল্ট প্রাইজের মাধ্যমে তরুণদের উৎসাহিত করতে এর সাথে যুক্ত হয়েছি।"
এ বিষয়ে ক্যাম্পাস ডিরেক্টর আবু হাইসাম হিমেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,"ক্যাম্পাসের উদ্যোক্তাদের পাশে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং এই পদক্ষেপ আমার কাছে গর্বের বিষয়। উদ্যোক্তা'রা নিজেদের পাশাপাশি অন্যকে উৎসাহিত করছে,এভাবেই তরুন প্রজন্মের হাত ধরে সমাজ পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি।"
উল্লেখ্য, সুইডিশ উদ্যোক্তা বার্টিল হাল্ট এবং তার পরিবারের আর্থিক সহায়তায় এই হাল্ট প্রাইজ প্রোগ্রাম পরিচালিত হয় এবং এর তত্ত্বাবধানের দায়িত্বে থাকে আন্তর্জাতিক বিজনেস স্কুল।জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে সর্বপ্রথম হাল্ট প্রাইজ এর যাত্রা শুরু হয়।যা বর্তমানে চর্তুথবারের মতো উদ্যোক্তা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
আইনিউজ/মোঃ আজিজুল ইসলাম/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক