কুবি প্রতিনিধি
আপডেট: ২২:৪৪, ২৪ আগস্ট ২০২১
কুবি ও জনতা ব্যাংকের মধ্যে গৃহ নির্মাণ ঋণ চুক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ৫০ কোটি টাকার গৃহ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৩ টায় উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং জনতা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক মোঃ মনির হোসেন।
এ চুক্তির আওতায় কর্পোরেট গ্যারান্টির অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ১৫ বছর মেয়াদে ৬ মাস গ্রেস পিরিয়ডসহ ৯% সরল সুদে হোলসেল রিভলভিং সাধারণ গৃহ নির্মাণ ঋণ সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।
এসময় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, 'এ চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উম্মোচিত হবে'।
জনতা ব্যাংককে ধন্যবাদ জানিয়ে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জীবনপ্রবাহ মানোন্নয়নে ব্যাংক যে সহযোগিতা করেছে, আমরা যদি তা বিশ্ববিদ্যালয় ও ব্যাংকিং নীতিমালার আলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে আরও ভালো সহযোগিতা পাবো বলে আশা করি'।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, বিভিন্ন অনুষদের ডিন, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতির প্রতনিধি সহ জনতা ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক