কুবি প্রতিনিধি
আপডেট: ১৭:৫৬, ২৯ আগস্ট ২০২১
কুবিতে সশরীরে পরীক্ষা শুরু ৯ সেপ্টেম্বর

করোনা মহামারির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর থেকে।
রোববার (২৯ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সশরীরে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।
তিনি বলেন, পরীক্ষা কমিটির সভায় আগামী ৯ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে পরীক্ষা। প্রতি ভবনে সকালে ও বিকালে একটি করে পরীক্ষা হবে।
স্নাতক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এর আগে রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গেল বছরের ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক