Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৩৩, ৩০ আগস্ট ২০২১

জবির একাডেমিক কাউন্সিলে অনুমোদন পাচ্ছে অনলাইনে সেমিস্টার পরীক্ষা

আগামীকাল ৩১ আগস্ট (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫৫তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিল সভায় অনুমোদন পাবে অনলাইন পরীক্ষার নীতিমালা।

একাডেমিক কাউন্সিলের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আগামীকাল একাডেমিক কাউন্সিলে অনলাইন পরীক্ষার নীতিমালা পাস হবে। এখন যেহেতু সরকারও চায় ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থা অর্থাৎ বিশ্ববিদ্যালয় খুললেও অনলাইন ও সশরীর দুইভাবেই শিক্ষা-কার্যক্রম চলবে। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা চাইলেই পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে হোক কিংবা সশরীরে হোক পরীক্ষার আগে চার সপ্তাহ সময় দেওয়া হবে। আমরা নীতিমালা তৈরি করছি শিক্ষার্থীদের জন্যই, যাতে করে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারি।

উপাচার্য আরও বলেন, নীতিমালা প্রস্তুত করে রাখছি যদি শিক্ষার্থীরা বলে আমরা পরীক্ষা দিব। তাহলে কমপক্ষে চার সপ্তাহ সময় দিয়ে আমরা পরীক্ষার সময়সূচি দিয়ে দিব।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন কিংবা সশরীরে যে কোনো মাধ্যমেই দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। পরীক্ষা না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি

Green Tea
সর্বশেষ