জবি প্রতিনিধি
আপডেট: ১৪:২৭, ১ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামে জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আকবর হোসেন খান
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চারদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আকবর হোসেন খান নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাসা মৌলভীবাজার সদরে। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতা বাজারের একটি মেসবাড়িতে থাকতো।
বুধবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান। এ ঘটনায় পরিবার থেকে অজ্ঞাতনামা করে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) চট্টগ্রামের ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়া অবস্থায় জিওএস মোড়ে থেকে ওই শিক্ষার্থীকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে খুলশী থানা পুলিশ। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন।
ওই শিক্ষার্থীর মেসমেট ও একই বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিম জানান, ' শুক্রবার সকালে তিনি বাসা থেকে ব্যাগ আর ল্যাপটপ নিয়ে বের হন৷ সারাদিন মেসের যাদের সঙ্গে কথা হয়েছে সবাইকে বলেছেন রাতের মধ্যে চলে আসবেন। কিন্তু ঠিক কোথায় আছেন কাউকে সঠিক করে বলেননি। সর্বশেষ রাত ৯টা ৩৭ মিনিটে কথা বলার সময়ও বলেন বাসায় আসবেন। এরকিছু সময় পর রাত ৯টা ৫৪ মিনিটে আমাদের কাছে ফোন আসে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর অবস্থায় ওনাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওনার সঙ্গে ব্যাগ, ফোন, টাকা সব থাকলেও ল্যাপটপটা পাওয়া যায়নি।’
আকবরের আচার আচরণে কোনও ধরণের অস্বাভাবিকতা মেসের সদস্যদের নজরে পড়েছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘উনি বেশ কিছুদিন ধরে বিষণ্ণ ছিলেন। গার্লফ্রেন্ড’র সঙ্গে ব্রেকআপ হয়েছে। তাই বলে এতটা বাজে মানসিক অবস্থার মধ্যে ছিলো বলে আমাদের মনে হয়নি।'
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, 'ওনার পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি। কোনও ক্রিমিনাল অকেন্স আছে কিনা সেটা দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, '৪ দিন আগে ছেলেটা চট্টগ্রাম জিওএস মোড় ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান, মাথার পেছনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, 'ফ্লাইওভার থেকে পড়ে ও আহত অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল চট্টগ্রাম মেডিক্যালে। আজ ভোর ৪টা ৫০ মিনিটে মারা যায়। পুলিশ ফ্লাইওভারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, কী ঘটেছিলো খতিয়ে দেখার জন্য। আমরা ঘটনা জানার পরপরই হাসপাতাল, থানাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি, খোঁজখবর রেখেছি। ও যাদের সঙ্গে মেসে থাকতো তাদের সঙ্গেও কথা বলেছি। পুলিশ বিষয়টি খুবই আন্তরিকতার সঙ্গে দেখছে।'
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক