Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৯ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৪৮, ২ সেপ্টেম্বর ২০২১

পরীক্ষার রুটিন না দিলে আত্মহত্যার হুমকি কুবি শিক্ষার্থীর

মো. আনিসুর রহমান ও তার করা ফেসবুক পোস্ট

মো. আনিসুর রহমান ও তার করা ফেসবুক পোস্ট

পরীক্ষার রুটিন না দিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের শহীদ মিনারে আত্মহত্যার হুমকি দিয়েছেন মো. আনিসুর রহমান নামে এক শিক্ষার্থী। তিনি কুবির নৃবিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের ছাত্র।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'Comilla University' গ্রুপে আত্মহত্যার হুমকি দিয়ে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করব। আত্মহত্যার ডেট আর পেছাতে পারছি না!

চার বছরে ৪ সেমিস্টার। অপেক্ষার অবসান কোথায়? আত্মহত্যা ছাড়া কোন সমাধান দেখছি না। তিনি তার পোস্টে আরও লিখেন, আমার বর্ষের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটার অনার্স শেষ। ন্যাশনালে পড়ুয়া শিক্ষার্থীরা ৪র্থ বর্ষে পড়ে। আমার এক বছরের ছোট জাবিতে পড়ুয়া বোন আমার বর্ষের। কুবিতে ভর্তি হওয়াটা কি আমাদের অপরাধ ছিল? পরিবারে যখন অভাব আর অসুস্থতা থাকে তখন স্বপ্নগুলো কতটা লজ্জা পায়। যেটা প্রশাসন হয়তো বুঝবে না। কারণ ওনাদের মাস শেষে অ্যাকাউন্টে বেতন ঢুকে যাচ্ছে। অভাব বলতে কিছু নেই।

অনার্স প্রথম আর শেষ বর্ষ বুঝি না। সকল ব্যাচের এক সাথেই পরীক্ষা শুরু করতে হবে কেননা সবাই জটে আছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন না পেলে আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করব।

উল্লেখ্য, আনিস নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ব্যাচের শিক্ষার্থীরা ৪র্থ সেমিস্টার পরীক্ষার জন্য অপেক্ষমান।

আইনিউজ/খালেদুল হক/এসডিপি 

Green Tea
সর্বশেষ