Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৯ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:১৩, ২ সেপ্টেম্বর ২০২১

শাবির লালমনিরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আছিয়া-হাবীব 

সভাপতি আছিয়া আক্তার খেয়া, সাধারণ সম্পাদক আহসান হাবীব

সভাপতি আছিয়া আক্তার খেয়া, সাধারণ সম্পাদক আহসান হাবীব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যায়নরত লালমনিরহাটের শিক্ষার্থীদের সংগঠন ‘লালমনিরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আছিয়া আক্তার খেয়া, এবং সাধারণ সম্পাদক হিসেবে সিইপি বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব মনোনীত হয়েছেন. 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি পদে গণিত বিভাগের তামান্না ফেরদৌস রিচি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স বিভাগের মনিষা মাহফুজা, সহ-সম্পাদক পদে পিএমই বিভাগের রিয়াদুস সালেহীন, সাংগঠনিক সম্পাদক পদে সিএসই বিভাগের জুহায়ের আনজুম ফুয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের শরিফ আহমেদ, অর্থ-সম্পাদক পদে আমিনাল আমিন আদি, এবং প্রচার-সম্পাদক পদে রুদ্র বিরল রাও প্রমুখ মনোনীত হয়েছেন।

নবগঠিত এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, জিওগ্রাফি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের লেকচারার মো. নাজমুল কবির শাকিল এবং প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম (জুয়েল)।

নবনির্বাচিত কমিটির সভাপতি আছিয়া আক্তার বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাট জেলাবাসী শিক্ষার্থীদের সংগঠিত করে সকলের মাঝে একটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাই এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত বার্ষিক কাউন্সিল সভায় নতুন কমিটির ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি এ এস এম সায়েম এবং সদ্যবিদায়ী সাধারণ-সম্পাদক কামরুল রেজা অপু।

জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ