জবি প্রতিনিধি
আপডেট: ১৮:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২১
জ্বরে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

আল-আমিন লেবু
জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আল-আমিন লেবু মারা গেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুরে নিজ মেসে তার মৃত্যু হয়।
আল-আমিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ার জেলার নন্দীগ্রাম থানায়।
বিষয়টি নিশ্চিত করে আল-আমিনের সহপাঠী তানভীর ইসলাম বলেন, ‘আমি কয়েকদিন ধরে গ্রামের বাড়ি আছি। ওর সঙ্গে গতকাল বিকেলে কথা হয়। তখন বলেছিলো জ্বর হয়েছে। এই শুনে ডাক্তার দেখাতে বলি। মেসের অন্যদের সঙ্গে কথা বলে জেনেছি, গত কয়েকদিন ধরে শারীরিকভাবে খুব দুর্বল ছিল। গত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হলে মেসের অন্যরা পার্শ্ববর্তী আজমল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার করোনা বা ডেঙ্গু টেস্ট করা হয়নি।’
মেসের আরেক সদস্য কাওসার বলেন, ‘শেষ কয়েক দিন ১০৪ পর্যন্ত জ্বর ছিল আল-আমিনের। সেই সঙ্গে কাশি। করোনা নাকি ডেঙ্গুতে মারা গেছে তা বলতে পারছি না।’
আল-আমিনের মামা মাহমুদুল হাসান রবিন বলেন, জ্বর ছিল বলে আমরা জেনেছি। তবে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আল-আমিনের লাশ বগুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মোহাম্মদপুরে আঞ্জুমান মফিদুল ইসলাম গোসল করানো হয়। সেখানে সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন। আমরা খোঁজ-খবর রাখছি। আল-আমিনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক