আইনিউজ ডেস্ক
আপডেট: ১৩:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২১
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: আন্তর্জাতিক বিষয়াবলী

ফাইল ছবি
বিসিএস প্রিলিতে পাস করা একদম সহজও নয়, আবার খুব কঠিনও নয়। প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে টিকিয়ে রাখা সম্ভব।
তাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১. IPCC গঠিত হয় কত সালে?
ক. ১৯৮৫ খ. ১৯৮৮
গ. ১৯৯১ ঘ. ১৯৯৩
সঠিক উত্তর: খ. ১৯৮৮
২. ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?
ক. বার্লিন খ. হেলসিংকিং
গ. আমস্টারডাম ঘ. ডাবলিন
সঠিক উত্তর: খ. হেলসিংকিং
৩. সানশাইন পলিসির সঙ্গে কোন দুটি দেশের নাম জড়িত?
ক. যুক্তরাষ্ট্র ও চীন
খ. জাপান ও চীন
গ. উত্তর ও দক্ষিণ কোরিয়া
ঘ. উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: গ. উত্তর ও দক্ষিণ কোরিয়া
৪. জিম্বাবুয়ের পূর্বনাম কী ছিল?
ক. নিপ্পন খ. রোডেশিয়া
গ. ব্রহ্মদেশ ঘ. ডাচ গায়ানা
সঠিক উত্তর: ক. বন, জার্মানি
৫. UNFCCC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. বন, জার্মানি
খ. দ্য হেগ, নেদারল্যান্ডস
গ. কানকুন, মেক্সিকো
ঘ. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর: ক. বন, জার্মানি
৬. ‘গ্রিনবেল্ট মুভমেন্ট’ কী?
ক. বনায়ন কর্মসূচি
খ. CO₂ নির্গমন হ্রাস কর্মসূচি
গ. দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি
ঘ. ওজোন স্তর রক্ষা কর্মসূচি
সঠিক উত্তর: ক. বনায়ন কর্মসূচি
৭. মাথাপিছু সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত ঘ. ব্রাজিল
সঠিক উত্তর: খ. যুক্তরাষ্ট্র
৮. রাশিয়ার সঙ্গে কয়টি দেশের সীমান্ত আছে?
ক. ১২টি খ. ১৩টি
গ. ১৪টি ঘ. ১৫টি
সঠিক উত্তর: গ. ১৪টি
৯. ওজোনস্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাসটি?
ক. CO₂ খ. CO
গ. CH₄ ঘ. CFC
সঠিক উত্তর: ঘ. CFC
১০. আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস পালিত হয় কবে?
ক. ১৫ মার্চ খ. ৩১ মে
গ. ২০ জুন ঘ. ৮ সেপ্টেম্বর
সঠিক উত্তর: গ. ২০ জুন
১১. কোন দেশ সর্বপ্রথম কার্বন কর চালু করে?
ক. ফিনল্যান্ড খ. অস্ট্রেলিয়া
গ. ডেনমার্ক ঘ. জার্মানি
সঠিক উত্তর: ক. ফিনল্যান্ড
১২. ‘বাস্তিল দুর্গ’ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. শিল্পবিপ্লব খ. অরেঞ্জ বিপ্লব
গ. অক্টোবর বিপ্লব ঘ. ফরাসি বিপ্লব
সঠিক উত্তর: ঘ. ফরাসি বিপ্লব
১৩. সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে?
ক. মিয়ানমার খ. ভুটান
গ. নরওয়ে ঘ. থাইল্যান্ড
সঠিক উত্তর: ঘ. থাইল্যান্ড
১৪. কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. যুক্তরাজ্য খ. অস্ট্রেলিয়া
গ. নিউজিল্যান্ড ঘ. সুইডেন
সঠিক উত্তর: গ. নিউজিল্যান্ড
১৫. জলবায়ু বিষয়ক কোন সম্মেলনে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ গঠনের অঙ্গীকার করা হয়?
ক. COP-15 খ. COP-20
গ. COP-21 ঘ. COP-23
সঠিক উত্তর: ক. COP-15
১৬. পুঁজিবাদের বিপরীত মতাদর্শ কোনটি?
ক. নৈরাজ্যবাদ খ. উদারতাবাদ
গ. সাম্যবাদ ঘ. নৈরাশ্যবাদ
সঠিক উত্তর: গ. সাম্যবাদ
১৭. ‘মেরিডা প্রটোকল’ কী সংক্রান্ত?
ক. দুর্নীতি প্রতিরোধ খ. জলবায়ু
গ. কার্বন নির্গমন ঘ. অস্ত্র নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: ক. দুর্নীতি প্রতিরোধ
১৮. NATO-র সদস্য সংখ্যা কত?
ক. ২৭ খ. ২৮
গ. ২৯ ঘ. ৩০
সঠিক উত্তর: ঘ. ৩০
১৯. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জনসমষ্টি খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সরকার ঘ. সার্বভৌমত্ব
সঠিক উত্তর: ঘ. সার্বভৌমত্ব
২০. 'I have a dream'-উক্তিটি কার?
ক. আব্রাহাম লিংকন খ. মাহাথির মোহাম্মদ
গ. নেলসন ম্যান্ডেলা ঘ. মার্টিন লুথার কিং
সঠিক উত্তর: ঘ. মার্টিন লুথার কিং
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক