মাভাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২০:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২১
মাভাবিপ্রবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হলেন নাজমুল ইসলাম

মো. নাজমুল ইসলাম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৯ সেপ্টেম্বর) মো. নাজমুল ইসলামকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার দুপুরেই তিনি যোগদান করেন এবং পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।
মো. নাজমুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদের মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. নাজমুল ইসলাম প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বলেন, প্রথমেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভিসি অধ্যাপক ড. এ আর এম সোলাইমান (অতিরিক্ত দায়িত্ব) মহোদয়কে। আমি হলের ছাত্রদের সর্বাত্মক মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই হলে আমি শিক্ষার্থীদের কল্যাণে সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে মো. নাজমুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
পূর্বে মাভাবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ছিলেন বিজিই বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদার রহমান।
আইনিউজ/ মুহাম্মদ রওশন জামিল/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক