Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ২১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২১

৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: বাংলা সাহিত্য

আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য বাংলা থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১. মীর মশাররফ হোসেন কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

ক. আজীজন নেহার খ. কোহিনূর

গ. গ্রামবার্তা প্রকাশিকা ঘ. মোসলেম ভারত

সঠিক উত্তর: ক. আজীজন নেহার

২. ‘পদ্মাবতী’ নাটকটি কার লেখা?

ক. আলাওল খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. দীনবন্ধু মিত্র ঘ. মাইকেল মধুসূদন দত্ত

সঠিক উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত

৩. মীর মশাররফ হোসেন রচিত প্রহসন কোনটি?

ক. গাজী মিয়াঁর বস্তানী

খ. উদাসীন পথিকের মনের কথা

গ. এর উপায় কি? ঘ. অপূর্ব ক্ষমা

সঠিক উত্তর: গ. এর উপায় কি?

৪. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. ফররুখ আহমদ খ. কাজী নজরুল ইসলাম

গ. কায়কোবাদ ঘ. মীর মশাররফ হোসেন

সঠিক উত্তর: ক. ফররুখ আহমদ

৫. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. তিলোত্তমা সম্ভব খ. পদ্মাবতী

গ. ব্রজাঙ্গনা ঘ. বীরাঙ্গনা কাব্য

সঠিক উত্তর: ক. তিলোত্তমা সম্ভব

৬. ‘সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা?

ক. দীনবন্ধু মিত্র খ. মীর মশাররফ হোসেন

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তর: ক. দীনবন্ধু মিত্র

৭. কবি ফররুখ আহমদ কোন গ্রন্থের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

ক. পাখির বাসা খ. নৌফেল ও হাতেম

গ. হাতেম তায়ী ঘ. মুহূর্তের কবিতা

সঠিক উত্তর: গ. হাতেম তায়ী

৮. ‘নীল-দর্পণ’ নাটকটি কার লেখা?

ক. মীর মশাররফ হোসেন খ. দীনবন্ধু মিত্র

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: খ. দীনবন্ধু মিত্র

৯. মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে?

ক. মীর মশাররফ হোসেন খ. কাজী নজরুল ইসলাম

গ. জসীমউদ্দীন ঘ. ফররুখ আহমদ

সঠিক উত্তর: ঘ. ফররুখ আহমদ

১০. ‘নীল-দর্পণ’ নাটকটি প্রথম কোথায় থেকে প্রকাশিত হয়?

ক. মুর্শিদাবাদ খ. কলকাতা

গ. আসাম ঘ. ঢাকা

সঠিক উত্তর: ঘ. ঢাকা

১১. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক. কল্লোল খ. সওগাত গ. সবুজপত্র ঘ. ক্রান্তি

সঠিক উত্তর: ক. কল্লোল

১২. ‘দ্বাদশ কবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. কায়কোবাদ খ. ফররুখ আহমদ

গ. দীনবন্ধু মিত্র ঘ. জসীমউদ্দীন

সঠিক উত্তর: গ. দীনবন্ধু মিত্র

১৩. জসীমউদ্দীনের ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. বালুচর খ. মাটির কান্না

গ. রাখালী ঘ. ধানখেত

সঠিক উত্তর:  ঘ. ধানখেত

১৪. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটি কার লেখা?

ক. মীর মশাররফ হোসেন

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: খ. মাইকেল মধুসূদন দত্ত

১৫. কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?

ক. এক পয়সার বাঁশী খ. হলদে পরীর দেশ

গ. রঙ্গিলা নায়ের মাঝি ঘ. গ্রামের মায়া

সঠিক উত্তর: ক. এক পয়সার বাঁশী

১৬. ‘তুর্ক মহিলার ঘোমটা খোলা’ প্রবন্ধটি কার লেখা?

ক. কাজী নজরুল ইসলাম

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. মীর মশাররফ হোসেন ঘ. দীনবন্ধু মিত্র

সঠিক উত্তর: ক. কাজী নজরুল ইসলাম

১৭. ‘Thefield of embroideredquilt’ কাব্যটি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ?

ক. মা যে জননী কান্দে খ. মাটির কান্না

গ. সোজন বাদিয়ার ঘাট ঘ. নকশী কাঁথার মাঠ

সঠিক উত্তর: ঘ. নকশী কাঁথার মাঠ

১৮. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস কোনটি?

ক. লালসালু খ. পদ্ম গোখরো

গ. পদ্মরাগ ঘ. নূরজাহান

সঠিক উত্তর: গ. পদ্মরাগ

১৯. ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ স্মৃতিকথামূলক গ্রন্থটি কার লেখা?

ক. বেগম রোকেয়া খ. জসীমউদ্দীন

গ. কাজী নজরুল ইসলাম ঘ. প্রমথ চৌধুরী

সঠিক উত্তর: খ. জসীমউদ্দীন

২০. বেগম রোকেয়ার ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?

ক. মতিচুর খ. সুলতানার স্বপ্ন

গ. অবরোধবাসিনী ঘ. কোনটিই নয়

সঠিক উত্তর: ক. মতিচুর

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ