আইনিউজ ডেস্ক
আপডেট: ২১:২৯, ২২ সেপ্টেম্বর ২০২১
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: বাংলা ব্যাকরণ

আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১. নিচের কোনগুলো তালব্য বর্ণ?
ক. অ, আ খ. ই, ঈ
গ. উ, ঊ ঘ. ও, ঔ
সঠিক উত্তর: খ. ই, ঈ
২. সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. রবি + ঈন্দ্র = রবীন্দ্র
খ. বাক + দান = বাগদান
গ. উৎ + ঋত = উদ্ধৃত
ঘ. প্রতি + আশ = প্রাতরাশ
সঠিক উত্তর: খ. বাক + দান = বাগদান
৩. Transparent-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. মুখপত্র খ. স্বচ্ছ
গ. প্রাণবন্ত ঘ. কর্কশ
সঠিক উত্তর: খ. স্বচ্ছ
৪. নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ?
ক. বলী- দুর্বল
খ. যজমান- পুরোহিত
গ. মহাত্মা- নীচাত্মা
ঘ. বাহ্য- আভ্যন্তর
সঠিক উত্তর: গ. মহাত্মা- নীচাত্মা
৫. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. ফলা
গ. অক্ষর ঘ. স্বর
সঠিক উত্তর: ক. কার
৬. দেশি শব্দ কোনটি?
ক. গেরাম খ. ডাগর
গ. জল ঘ. কৃষি
সঠিক উত্তর: খ. ডাগর
৭. নিচের কোনটি মৌলিক শব্দ?
ক. মাতুল খ. পাদুকা
গ. হাত ঘ. চন্দ্রিমা
সঠিক উত্তর: গ. হাত
৮. অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?
ক. শ্রেষ্ঠতম খ. সর্বশ্রেষ্ঠ
গ. শ্রেষ্ঠ ঘ. কনিষ্ঠতম
সঠিক উত্তর: গ. শ্রেষ্ঠ
৯. কোন বানানটি শুদ্ধ?
ক. আইনজীবি খ. কথপোকথন
গ. ব্রাহ্মণ ঘ. ভৌগোলিক
সঠিক উত্তর: ঘ. ভৌগোলিক
১০. ‘বর্ণ’ কীসের প্রতীক?
ক. শব্দ খ. অক্ষর
গ. বাক্য ঘ. ধ্বনি
সঠিক উত্তর: ঘ. ধ্বনি
১১. বিশেষণ পদ শনাক্ত করুন-
ক. নোনতা খ. বিষাদ
গ. আধিক্য ঘ. ঋজুতা
সঠিক উত্তর: ক. নোনতা
১২. অশুদ্ধ বানান কোনটি?
ক. শুশ্রূষা খ. স্নেহাশিষ
গ. মন্ত্রীসভা ঘ. ব্যুৎপত্তি
সঠিক উত্তর: গ. মন্ত্রীসভা
১৩. সঠিক সন্ধি-বিচ্ছেদ নয় কোনটি?
ক. দেব + ঋষি = দেবর্ষি
খ. নৈ + ইক = নাবিক
গ. সম্ + বাদ = সংবাদ
ঘ. প্রতি + ছবি = প্রতিচ্ছবি
সঠিক উত্তর: খ. নৈ + ইক = নাবিক
১৪. ‘চাঁদ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. বিধু খ. তিমির
গ. কৌমুদী ঘ. মিহির
সঠিক উত্তর: ক. বিধু
১৫. ‘বন্ধন’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. মুক্ত খ. মুক্তি
গ. উন্মুক্ত ঘ. খোলা
সঠিক উত্তর: খ. মুক্তি
১৬. বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
সঠিক উত্তর: গ. ৫টি
১৭. ‘ষষ্ঠ’-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. ষট্ + থ খ. ষষ্ + থ
গ. ষষ্ + ট ঘ. ষষ্ + ঠ
সঠিক উত্তর: গ. ষষ্ + ট
১৮. ‘অবজ্ঞাত’ পদটির বিশেষ্য পদ কোনটি?
ক. অবজ্ঞা খ. অজ্ঞান
গ. অবজ্ঞেয় ঘ. অজ্ঞাত
সঠিক উত্তর: ক. অবজ্ঞা
১৯. ‘দেউড়ি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অলিন্দ খ. বাতায়ন
গ. গবাক্ষ ঘ. খিড়কি
সঠিক উত্তর: ঘ. খিড়কি
২০. ‘অভিপ্রায়’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. উল্লাস খ. নির্দেশ
গ. প্রবৃত্তি ঘ. অনুপম
সঠিক উত্তর: গ. প্রবৃত্তি
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক