শাবি প্রতিনিধি
প্রক্টরিয়াল বডির সাথে শাবি প্রেসক্লাব`র মতবিনিময়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইউনিভার্সিটি সেন্টারে প্রক্টর অফিসে প্রক্টরিয়াল বডির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মো. আলমগীর কবির, সহকারী প্রক্টর আবু হেনা পহিল, শেখ মির্জা নুরুন্নবী, ড. আহসান হাবীব, শফিউল হোসেন, মো. ত্বা-সীন হোসেন অংকুর, মুহামমদ মিজানুর রহমান, সজিব কুমার মহন্ত এবং তাসনিয়া মিজান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজীব হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম ও রাশেদুল হাসানসহ প্রেসক্লাবের সদস্যরা।
মত বিনিময় সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সফলতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সংকটগুলোও গণমাধ্যমে তুলে ধরি যাতে বিশ্ববিদ্যালয় সঠিক গন্তব্যে পৌঁছতে পারে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রেসক্লাব ও প্রক্টরিয়াল বডি সবসময় সমন্বয়ের সাথে কাজ করে যাবে।
প্রক্টর ড. মো. আলমগীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল ও সুন্দর রাখতে প্রক্টরিয়াল বডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই। আর এই সুন্দর পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আশা করবো সামনের দিনগুলোতে প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো গণমাধ্যমে তুলে ধরবে।
আইনিউজ/জি এম ইমরান/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক