শাবি প্রতিনিধি
আপডেট: ২২:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২১
শাবির জিইবি বিভাগের সঙ্গে বিনা’র সমঝোতা চুক্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সঙ্গে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটা সময় আমাদের দেশে অধিক পরিমান জমিতে অল্প ফসল উৎপাদন হতো তবে বর্তমানে অল্প জমিতে অধিক উৎপাদন সম্ভব হচ্ছে। এই সফলতার পেছনে ভূমিকা রেখেছে বিনা'র মতো প্রতিষ্ঠানগুলো।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা বিনা'র সাথে কাজ করার মাধ্যমে ফসলের নতুন জাত উদ্ভাবন করতে পারবে। বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। শাবির সাথে বিনা'র এই চুক্তি নিসন্দেহে বিভিন্ন উদ্ভাবনে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।
চুক্তি অনুসারে, শাবি শিক্ষার্থীরা বিনা'র সাথে যৌথভাবে গবেষণার মাধ্যমে পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনায় কাজ করতে পারবেন। শাবি শিক্ষার্থীরা 'বিনা'র উন্নত ল্যাবগুলো ব্যবহার করার সুযোগ পাবেন। এছারা, বিনা'র মাধ্যমে উন্নত প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও এসব প্রতিষ্ঠানে ইর্ন্টান করার সুযোগ পাবে।
চুক্তি স্বাক্ষরকালে আরো উপস্থিত ছিলেন, স্কুল অব লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক শাকিনুর ইসলাম মন্ডল, সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, সহযোগী অধ্যাপক অনিন্দিতা চক্রবর্তী, সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক জুবায়েদা কনক খান, সহকারী অধ্যাপক মো. হযরত আলী, সহকারী অধ্যাপক তহসিন হোসেন অংকুর, সহকারী অধ্যাপক আসিফ মাহমুদ, সহকারী অধ্যাপক আক্কাস আলী, বিনা'র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম প্রমুখ।
আইনিউজ/জি এম ইমরান/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩