Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবি প্রশাসনের বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

উদ্বোধনকালে উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত  হয়েছে। আমরা সবাই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, স্কুল অব লাইফ সায়ন্সেসের ডিন অধ্যাপক ড. এস. এম. আবু সায়েম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সসের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক দিলারা রহমান, স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো খায়রুল আলম, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন প্রমুখ।

আইনিউজ/জি এম ইমরান/এসডিপি 

Green Tea
সর্বশেষ