জবি প্রতিনিধি
জবির পরিবহন পুলে যুক্ত হলো আরও একটি নতুন বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে আরো একটি নতুন বাস। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৪৭ আসন বিশিষ্ট নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য ৪৭ আসনবিশিষ্ট নতুন বাসটি কিনতে সরকারি কর ও ভ্যাটসহ মোট খরচ হয়েছে ৪২ লাখ ৯৫ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ২৬তম বাস এটি। বাসটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। এখনও বাসের রুট ঠিক হয়নি, আমরা পরে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রুট ঠিক করে দেবো।
বাসের উদ্বোধন অনুষ্ঠানের সময় অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর, পরিবহন প্রশাসক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক