Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২১

জবির পরিবহন পুলে যুক্ত হলো আরও একটি নতুন বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে আরো একটি নতুন বাস। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৪৭ আসন বিশিষ্ট নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য ৪৭ আসনবিশিষ্ট নতুন বাসটি কিনতে সরকারি কর ও ভ্যাটসহ মোট খরচ হয়েছে ৪২ লাখ ৯৫ হাজার টাকা। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ২৬তম বাস এটি। বাসটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। এখনও বাসের রুট ঠিক হয়নি, আমরা পরে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য রুট ঠিক করে দেবো।

বাসের উদ্বোধন অনুষ্ঠানের সময় অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর, পরিবহন প্রশাসক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি  

Green Tea
সর্বশেষ