রাকিবুল ইসলাম রিয়াদ (জবি প্রতিনিধি)
আপডেট: ১০:৩৫, ১ অক্টোবর ২০২১
জবির ছাত্রী হলে সিটের জন্য আবেদন করবেন যেভাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ সিটের জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) উপাচার্যের অনুমোদনক্রমে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এ সিট পেতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
উল্লেখ্য হল নির্মাণের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। পরে বেশ কয়েক দফা বাড়ানোর পর চলতি বছর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটে হলের নীতিমালাও পাস হয়। ১৩ তলা বিশিষ্ট হলে ১৫৬টি কক্ষে মোট ৬২৪ জন ছাত্রীকে সিট বরাদ্দ দেয়া হবে।
-
যেভাবে আবেদন করবেন
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্টুডেন্ট লগইন অপশনে আবেদন করতে হবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।
স্টুডেন্ট লগইনে সব তথ্য দিয়ে আবেদন করা যাবে হলে সিটের জন্য।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা