শাবি প্রতিনিধি
শাবিতে চলছে ঢাবির ভর্তি পরীক্ষা

দেশের ৮টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টায় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭টি কেন্দ্রে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। এতে ৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। দুপুর সাড়ে ১২টায় শেষ হবে এ ভর্তিযুদ্ধ।
সিলেট অঞ্চলের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। পরীক্ষায় কোনো ধরণের ক্যালকুলেটর বা ইলেক্ট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরণের জালিয়াতি ঠেকাতে প্রশাসন সর্তক অবস্থানে আছে।
প্রক্টর ড. আলমগীর কবির বলেন, যেকোন ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শৃঙ্খলা কমিটি পরীক্ষা শুরুর আগ থেকেই সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষার আগে জালিয়াতি চক্রগুলো সক্রিয় হয়ে উঠে। পরীক্ষায় যাতে কোনো ধরণের জালিয়াতির ঘটনা না ঘটতে পারে সেজন্য আমাদের গোয়েন্দা বিভাগ সর্তক অবস্থানে আছে।
এদিকে ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নগরীর বিভিন্ন রোড়ে বিশ্ববিদ্যালয়ের ১২টি বাস চলাচল করবে। বাসগুলো সকাল ৮টা থেকে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত ক্যাম্পাস, সুবিদবাজার, আম্বরখানা, লাক্কাতুরা, মেজরটিলা, শিবগঞ্জ, শাহপরাণ, টিলাগড়, বালুচর, ঈদগাহ, নাইওরপুল, জেল রোড়, জিন্দাবাজার, চৌহাট্টা, নয়াসড়ক, কদমতলী, কুমারপাড়া, রিকাবীবাজার এসব রোড়ে চলাচল করবে। একইভাবে শনিবার (২ অক্টোবর) খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় বাসগুলো চলাচল করবে।
এদিকে আগামীকাল শনিবার খ-ইউনিটে ৯২১ জন, ২২ অক্টোবর (শুক্রবার) গ-ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) ঘ-ইউনিটে ২ হাজার ১৮৩ জন এবং ৯ অক্টোবর (শনিবার) চ-ইউনিটে ২৬২ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক