Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৬ অক্টোবর ২০২১
আপডেট: ২১:১২, ৬ অক্টোবর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে পিএইচডি সেমিনার (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়। সেমিনারে সমাজকর্ম বিভাগের পিএইচডি গবেষক জনাব মো. এরশাদুল ইসলাম (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জবি) ‘Entrepreneurship and Empowerment of Women in Bangladesh’ শীর্ষক গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন।

সেমিনারে মূল আলোচক হিসেবে মুল্যবান মতামত প্রদান করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: আবুল হোসেন।

এছাড়াও সমাজকর্ম বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মোস্তফা হাসান,সহযোগী অধ্যাপক ড. মো: মহসিন রেজা,সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম এবং সহকারী অধ্যাপক জনাব পার্থ সারথী মোহন্ত তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। 

গবেষণা সুপারভাইজার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মূল্যবান মতামত প্রদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আলোচকদের বিভিন্ন মন্তব্যের ব্যাখ্যা প্রদান করেন।

ভার্চুয়াল সেমিনারে সমাজকর্ম বিভাগের শিক্ষকবৃন্দ, এমফিল এবং পিএইচডি গবেষক,সাংবাদিক ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ  অংশগ্রহণ করেন।

সেমিনারের সভাপতি হিসেবে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক  ড. রাজিনা সুলতানা গবেষককে সঠিকভাবে গাইড করার জন্য সুপারভাইজার মহোদয়কে এবং সেমিনারে যোগদান করার জন্য সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়াও এ ধরনের সেমিনার উচ্চতর গবেষণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি  

Green Tea
সর্বশেষ